সোনা, রুপা কিংবা ডায়মন্ডের অলংকার ক্রয় ও বিক্রয় সহজ করার লক্ষ্যে ‘ক্রয়-বিক্রয় ও বিপণন নির্দেশিকা-২০২৩’ প্রণয়ন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার বাজুস কর্তৃক দেওয়া নির্দেশনায় নতুন কিংবা পুরাতন সোনা, রুপা ও ডায়মন্ড ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নির্দেশনার পাশাপাশি বাজুস সদস্যদের বেশকিছু বিষয়ে সতর্ক করা হয়েছে।
সোনার অলংকার
স্বর্ণ নীতিমালা (২০১৮) ও সংশোধিত স্বর্ণ নীতিমালা (২০২১) মোতাবেক স্বর্ণের মান নিশ্চিত করার লক্ষ্যে হলমার্ক পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। তাই এ বিধান মেনে হলমার্ক নিশ্চিত করে গহনা বিক্রয়, বিপণন, প্রস্তুত ও সরবরাহ করতে হবে।
নিম্নমানের গহনা প্রস্তুত, বিপণন ও বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারিগর/ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের কাজে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।