সরকারি প্রকল্পে বুয়েটনির্ভরতা কমছে, সুযোগ পাবে অন্য প্রতিষ্ঠান

প্রথম আলো প্রকাশিত: ২০ জুলাই ২০২৩, ০৮:৩২

সরকারি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ পাওয়ার দিক থেকে শীর্ষে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। নতুন সড়ক কিংবা সেতুর নকশা তৈরিতে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে। তবে সারা দেশে কাজের চাপ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীলতা কমাতে চায় সরকার। ঢাকার বাইরের বিশেষায়িত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও সরকারি কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।


গত ২৯ মে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় সড়ক পরিবহনসচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সভাপতিত্ব করেন।


বৈঠকে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কাজের পরিমাণ দিন দিন বাড়ছে। নতুন রাস্তা, সেতু, ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এসব কাজে পরামর্শক হিসেবে সরকারি প্রতিষ্ঠান বুয়েটের ওপর নির্ভর থাকতে হচ্ছে। এতে বুয়েটের ওপর চাপ বাড়ছে। যেকোনো কাজ দ্রুত শেষ করতে বুয়েটের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানকেও যুক্ত করা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us