যে কারণে নেদারল্যান্ডসের শিশুরা সুখী

সমকাল প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৫:৩১

ইউনিসেফের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বিশ্বের অনেক দেশের চেয়ে নেদারল্যান্ডসের শিশুরা সব দিক দিয়ে সুখী। এর কিছু কারণ জানানো হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে।


আত্মনির্ভরশীলতা: নেদারল্যান্ডসে শিশুদের ব্যক্তি স্বাধীনতা, আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়।
স্কুল পদ্ধতি: অন্যান্য দেশের চেয়ে নেদারল্যান্ডসে স্কুল পদ্ধতি অনেক বেশি শিথিল।


স্কুল অগ্রাধিকার: স্কুলে শিশুরা খেলাধূলা করে, সামাজিক যোগাযোগ দক্ষতা বাড়াতে শেখে এবং নিজেদের অগ্রাধিকার খুঁজে বের করে।


কোনো হোমওয়ার্ক  নেই: প্রাইমারী স্কুল শেষ না হওয়া পর্যন্ত শিশুদের কোনো হোমওয়ার্ক দেওয়া হয় না।


গুণমান সম্পন্ন পড়াশোনা: নেদারল্যান্ডসে পড়াশোনার ক্ষেত্রে একাডেমিক, সামাজিক দক্ষতার পাশাপাশি আবেগজনিত দক্ষতার গুরুত্ব দেওয়া হয়।  
সাইক্লিংয়ে গুরুত্বরোপ : সাইকেল চালানোর অবকাঠামো শিশুদের সুখী করে তোলে। সাইকেল চালানো শিশুদের আত্মনির্ভরশীল করে তোলে। পাশাপাশি তাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং স্বাস্থ্য ভালো রাখে।


প্যারেন্টিং পদ্ধতি: বাবা-মায়েরা শিশুদের সাথে এমন আচরণ করেন যাতে তারা বাবা-মাকে বিশ্বাস করতে পারে। তবে তারা এটাও নিশ্চিত করেন শিশুদের কোন আচরণ ঠিক নয়।


কাজেকর্মে ভারসাম্য: দেশটিতে অনেক  কর্মজীবী বাবা-মায়েরই কাজের ক্ষেত্রে ছাড় পান। সন্তানের সঙ্গে সময় কাটাতে তারা প্রয়োজনে ছুটি নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় বুধবার কিংবা শুক্রবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us