অভিনয় নিয়ে কোনও পুরুষ কেরিয়ারে এগিয়ে যেতে চাইলে তাঁর উচ্চতা নজরে পড়ার মতো হতে হবে। গায়ের রং ফর্সা হলেই ভাল। সঙ্গে পেটানো চেহারা হলে তো কথাই নেই। বরং তা কেকের উপর চেরি ফলের মতোই।
সত্তর থেকে আশির দশকের সময় এই মাপকাঠিগুলি দিয়েই অভিনেতা হওয়ার দক্ষতা বিচার করা হত। এই সময়েই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী।