৫ কারণ: চুলের যত্ন নিতে আমলকি ব্যবহার করা জরুরি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২২:০৬

শরীরে পর্যাপ্ত ভিটামিন সি-র জোগান দিতে সকালে উষ্ণ জলে আমলকির রস খান। শরীর, ত্বক, চুল— সবই ভাল থাকে। তবে তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্ষাকালে যে হারে চুল পড়ছে, তাতে শুধু আমলকির রস খেলে হবে না। তার চেয়ে বরং আমলকি দিয়ে তেল বানিয়ে মাথায় লাগালে বা ছেঁচে রস বার করে মাথায় মাখলে অনেক বেশি উপকার। চিকিৎসকেরা বলছেন, শুধু চুল ঝরে পরা নয়, নতুন চুল গজাতেও সাহায্য করে আমলকি। আর কোন কোন কাজে লাগে?


১) ঘনত্ব বাড়িয়ে তুলতে


বিভিন্ন ভিটামিন এবং খনিজে ভরপুর আমলকিতে রয়েছে অজস্র ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। ফলে চুল বাড়েও তাড়াতাড়ি।


২) চুলের ক্ষতি এড়াতে


আমলকলিতে রয়েছে ট্যানিন এবং ক্যালশিয়াম। তা অতিরিক্ত তাপ থেকে চুলের ক্ষতি রুখে দিতে পারে। তাই চুল ঝরে পড়া অনেকটাই কমে যায়।


৩) চুল ঝরা নিয়ন্ত্রণে


আমলকির রস কয়েক দিন নিয়মিত মাথায় মাখলে চুল ঝরে পড়া অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। বিশেষ করে হরমোনের মাত্রা কম-বেশি হলে যে ধরনের চুল পড়ে, তা প্রতিরোধ করতে পারে আমলকি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us