নেপালের বিপক্ষে দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে হেরেছে বাংলাদেশ।
নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ৪-২ গোলে হারে বাংলাদেশ। এই হারে ভাগ্যকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।
আজ (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ শেষে সাবিনা বলেন, ‘আজ আমাদের লাক ফেবার করেনি। ’