ইজিবাইক, টমটমের মত বিদ্যুৎচালিত থ্রি হুইলারে বিদ্যুৎ সাশ্রয়ী লিথিয়াম আয়ন ব্যাটারির প্রসারে ‘স্মার্ট ব্যাটারি’ উদ্ভাবনের কথা জানিয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি সেবাদাতা কোম্পানি সোলশেয়ার।
প্রচলিত লেড অ্যাসিড ব্যাটারির চেয়ে তিনগুণ দামি লিথিয়াম ব্যাটারি এতদিন প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। তবে এখন ক্ষুদ্র ঋণদাতা অনেক প্রতিষ্ঠান সহজ কিস্তিতে গ্রাহকদের হাতে এই ব্যাটারি পৌঁছে দিতে এগিয়ে আসছে।
বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার হিসাবে, বাংলাদেশের সড়কে এখন ৩০ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি চলছে। দেশের ৭৫ শতাংশ নাগরিক দিনে অন্তত একবার এসব বাহনে চড়ছেন বলে জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেডের বরাতে জানাচ্ছে সোলশেয়ার।