ন্যাটো প্রধান জেসন স্টলবারবার্গ জানিয়েছেন, যুদ্ধে জড়িত থাকায় ইউক্রেনকে এখনই সংস্থার সদস্যভুক্ত করা যাচ্ছে না। তবে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে সদস্যদেশগুলো।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনকে কবে নাগাদ ন্যাটোর সঙ্গে যুক্ত করা হবে, সে বিষয়ে এখনো একমত হতে পারেনি সংস্থার সদস্য দেশগুলো। তবে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে তারা।
ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ায় দেরি হওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে সমালোচনা করে হতাশা প্রকাশ করেছেন ভলোদিমির জেলেনস্কি।