বন্যায় ডুবে গেছে দিল্লির সড়ক, বাড়িঘর

সমকাল প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৯:০১

ভারতের রাজধানী দিল্লির সড়ক ডুবে গেছে পানিতে। যমুনা নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যা। রাজধানীর রিং রোড তলিয়ে গেছে। কাশ্মীরি গেটের সঙ্গে সংযোগকারী মজনু কা টিলা সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি ও দিল্লি বিধানসভা থেকে ৫০০ মিটার দূরে। বন্যার পানি কেজরিওয়ালের বাড়ির কাছে পৌঁছে গেছে।  খবর-এনডিটিভি


হরিয়ানার হাথনিকুন্ড ব্যারেজ থেকে পানি নদীতে ছাড়ার পর বৃহস্পতিবার সকাল ৭টায় যমুনায় পানির স্তর ছিল ২০৮.৪৬ মিটার। বর্তমানে পানি বিপদসীমার তিন মিটার উপরে রয়েছে।


বুধবার রাতে দিল্লিতে যমুনার পানি আরও বেড়েছে। এতে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে গেছে। এ অবস্থায় দিল্লি সরকার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া হরিয়ানার ব্যারেজ থেকে পানি ছাড়া বন্ধেরও আহ্বান জানানো হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us