ঝিনাইদহে নবগঙ্গা নদীর জায়গা দখল করে মাছ চাষের জন্য পুকুর কাটা হচ্ছে। ইতিমধ্যে একটি পুকুর কাটা সম্পন্ন হয়েছে। নদীর মধ্যে ওই পুকুরের মাছ যাতে বেরিয়ে যেতে না পারে, এ জন্য পাড় মাটি দিয়ে উঁচু করা হয়েছে। আরেকটি পুকুর কাটার কাজ চলছে।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, জিল্লুর রহমান নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি নদী দখল করে এভাবে পুকুর কেটেছেন। পাশাপাশি পুকুরের পাশে নদীর জায়গা দখল করে চাষযোগ্য জমিও তৈরি করে নিয়েছেন তিনি। নদীতে এক্সকাভেটর দিয়ে রাতের আঁধারে দ্রুত একের পর এক পুকুর কাটা হলে একসময় নদীই হারিয়ে যাবে।