ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধকে কাছাকাছি নিয়ে এসেছে ন্যাটো। এমন মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। লিথুয়ানিয়ার রাজধানীতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সম্মেলনের প্রথম দিনে এ কথা বলেছেন তিনি।
মঙ্গলবার শুরু হওয়া দুই দিনের ন্যাটোর সম্মলনের প্রথম দিনে জোটের কয়েকটি দেশ কিয়েভকে আরও সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ প্রসঙ্গে টেলিগ্রাম পোস্টে মেদভেদেভ বলেছেন, ‘পশ্চিমাদের সহায়তা রাশিয়াকে নিজেদের লক্ষ্য অর্জন থেকে সরাতে পারবে না।’
পুতিনের এই ঘনিষ্ঠজন বলেন, ‘পশ্চিমারা ভালো কিছু বয়ে আনতে পারেনি...আসলে, এটা একটি শেষ পরিণতি। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে। আমাদের জন্য এসবের অর্থ কী? সবকিছুই পরিষ্কার। বিশেষ সামরিক অভিযান নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলবে।’