২৩ পরিচালক পদে ভোট হবে, বাকিটা সমঝোতায়

প্রথম আলো প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ০৯:৩২

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সব পদে এবারও সাধারণ সদস্যরা ভোট প্রদানের সুযোগ পাবেন না। কারণ, সব পদে নির্বাচন হবে না। তবে ২৩ পরিচালক পদে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।


এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড গতকাল মঙ্গলবার ২০২৩-২৫ সালের জন্য ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। একই সঙ্গে ঋণখেলাপি ও করখেলাপি হওয়ায় ৩৪ প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। তবে প্রার্থিতা ফিরে পেতে তাঁরা নির্বাচন বোর্ডে আবেদন করতে পারবেন। ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এফবিসিসিআইয়ের ২৩ পরিচালক পদে ভোট হবে।


২০২৩-২৫ মেয়াদের জন্য সংগঠনটিতে মোট পরিচালক পদ ৮০টি। এসব পদ দুই ভাগে বিভক্ত। এক ভাগে জেলাভিত্তিক বাণিজ্য সংগঠন বা চেম্বার থেকে ৪০ জন পরিচালক হন। বাকি পদ পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের জন্য সংরক্ষিত।


চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৪ মনোনীত পরিচালক পদের বিপরীতে বর্তমানে বৈধ প্রার্থী আছেন ২৪ ব্যবসায়ী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us