চতুর্থ শিকার শরিফুলের

দেশ রূপান্তর প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৬:১৯

শুরুতেই তিন উইকেট তুলে নিলে আফগানিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন শরিফুল ইসলাম। এবার লেজের ব্যাটারদের তুলে নেওয়ার কাজ শুরু করলেন তিনি। আবদুল রহমানকে নিজের চতুর্থ শিকারে পরিণত করলেন এই পেসার।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। শরিফুলের চতুর্থ শিকারে ২৬.৪ ওভারে ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছে আফগানরা।


তাইজুলের আঘাত


সাকিব আল হাসানের পর আরেক স্পিনার তাইজুল ইসলামও উইকেটের দেখা পেলেন। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে সরাসরি বোল্ড করে ফেরালেন তিনি। ২১.৪ ওভারে দলীয় ৫৩ রানে ৬ উইকেট হারাল আফগানিস্তান।


অন্যদের ব্যর্থতার মাঝে হাসমতউল্লাহ কিছুটা ব্যতিক্রম ছিলেন। শেষ পর্যন্ত ৫৪ বলে ২২ রানের লড়াই থামল তার।


টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপে পড়ে আফগানরা। ১৫ রানের মধ্যে হারিয়ে ফেলে ৪ উইকেট। যার তিনটি উইকেই নেন পেসার শরিফুল ইসলাম, অন্যটি তাসকিন আহমেদ।


এরপর সাকিব আল হাসান উইকেট পেলে ৩২ রানে ৫ হারিয়ে ফেলে আফগানরা।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার বেলা ২টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us