মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর গ্রাহক আট কোটি হয়েছে। সেবা শুরুর মাত্র চার বছরের মধ্যে প্রতিষ্ঠানটি এ মাইলফলক অর্জন করল।
নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার নগদের এ অসামান্য অর্জন এবং প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর তামিম ইকবালের অবসর ঘোষণা প্রত্যাহার করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসায় নগদের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। আট কোটি গ্রাহক অর্জনের জন্য প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন তামিম ইকবাল।
তামিম ইকবাল বলেন, ‘আমি নগদ পরিবারেরই একজন সদস্য। নগদের একজন হয়ে ওঠার আগে থেকেই আমি এ প্রতিষ্ঠানকে অনুসরণ করি। এত কম সময়ে নগদ আট কোটি গ্রাহক অর্জন করেছে, যা বিস্ময়কর ব্যাপার। আশা করি, আরও দ্রুত সময়ের মধ্যে দ্বিগুণ গ্রাহকের পরিবারে পরিণত হবে নগদ।’