উত্তর ভারতে গত তিন দিনের ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। অনেক শহর, রাস্তাঘাট ও ভবন হাঁটু পানিতে ডুবে আছে। আবহাওয়া দপ্তর হিমাচল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বন্য পরিস্থিতি ভীতিকর। জলের চাপে ফেঁপে উঠেছে নদী। ভাঙছে বাঁধ। কাগজের নৌকার মতো ভেসে যাচ্ছে যানবাহন। কর্দমাক্ত জল আবাসিক এলাকায় প্রবেশ করছে। হিমাচল, উত্তরাখণ্ড এবং দিল্লির লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার এসব ভয়াবহ ছবি ও ভিডিও পোস্ট করছেন।
বন্যার মাত্রা সবচেয়ে বেশি হিমাচল রাজ্যে। টানা বৃষ্টি ও ভূমিধসে ঘরবাড়ি-রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। রাভি, বিয়াস, সাতলুজ, সোয়ান এবং চেনাব নদীর পানিতে মানালি, কুল্লু, কিন্নর এবং চাম্বাতে কিছু দোকান ও যানবাহন ভেসে গেছে।