অধিনায়ক হিসেবে আইপিএলে দারুণ সফল রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি শিরোপা। কিন্তু ভারত জাতীয় দলের নেতৃত্বভার কাঁধে নিয়ে এখনও কোনো সাফল্য পাননি তিনি। উল্টো নানা সময় তার সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। সেই হতাশা ঝরল সুনিল গাভাস্কারের কণ্ঠেও। উত্তরসূরির কাছে আরও ভালো কিছু আশা করেছিলেন দেশটির এই কিংবদন্তি ব্যাটসম্যান।
২০২২ সালের ফেব্রুয়ারিতে তিন সংস্করণে ভারতের নেতৃত্ব পান রোহিত। এরপর থেকে ঘরের মাঠের সিরিজগুলোয় ভালো করলেও দেশের বাইরে দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবশেষ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। এরপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে তারা উড়ে যায় ইংল্যান্ডের বিপক্ষে। পরে চ্যাম্পিয়নও হয় ইংলিশরা।