৩৭৬৫০ টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো চতুর্থ জাহাজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুলাই ২০২৩, ০৮:১৭

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকট নিরসনে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ওয়াই এম সামিট নামের আরও একটি বিদেশি জাহাজ বন্দরে ভিড়েছে। এ নিয়ে কয়লাবাহী চতুর্থ জাহাজ পায়রা সমুন্দবন্দরে নোঙর করলো।


রোববার (৯ জুলাই) বিকেল ৪টায় জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।


পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯০ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা ৯ দশমিক ৫০ মিটার। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এক সপ্তাহ আগে পায়রার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সোমবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে এবং সেখানেই কয়লা খালাস করা হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us