ভরা মৌসুমেও চাঁদপুর মাছ ঘাটে একটি ইলিশের দাম ১০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। তবে মাছটির ওজন ২ কেজির কিছু বেশি।
এমন সাইজের ৯টি মাছসহ বিভিন্ন আকারের আরও কিছু ইলিশ নিয়ে গত দুদিন ধরে বসে আছেন ওই বাজারের বিক্রেতা মো. আলাউদ্দিন। তবে মিলছে না ক্রেতা।
আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার বড় আকারের ৯টি ইলিশসহ বিভিন্ন আকারের আরও কিছু ইলিশ জেলেদের কাছ থেকে কিনেছিলাম। কিন্তু দুদিন ধরে সেগুলো বিক্রি করতে পারছি না। লোকজন এসে দর-দাম করে চলে যায়। এতে মাছগুলো নরম হয়ে যাচ্ছে। দামও কমে যাচ্ছে। কিন্তু ক্রেতা মিলছে না।'
শনিবার এই বাজারে দেড় কেজি ওজনের ইলিশ ৩ হাজার টাকা, এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৬০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ২০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৯০০ টাকা এবং ছোট আকারের ইলিশ ৭০০ থেকে ১ হাজার টাকা কেজিতে বেচা-কেনা হয়েছে।
বাজারের মাছ বিক্রেতা শামীম হোসাইন বলেন, 'নিষিদ্ধ সময়ে অসাধু জেলেরা বড় ইলিশসহ জাটকা ধরে ফেলায় এই সংকট চলছে।'