সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠায় বাংলাদেশ দলকে আজ ৫০ লাখ টাকা বোনাস দিয়েছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। কিন্তু এরমধ্যেই আবারও নতুন করে আলোচনায় বাফুফের দুর্নীতি ইস্যু।
সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান নিয়ে হাইকোর্টের জারি করা রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (৯ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে তদন্ত কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেন, ‘বাফুফের দুর্নীতি তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (ক্রীড়া)- কে প্রধান করে গঠিত ৫ সদস্যের এই কমিটি আগামীকাল (সোমবার) দুপুর আড়াইটায় বাফুফে ভবনে গিয়ে তদন্ত কাজ শুরু করবে। ’