তারা অগাস্টকেই সবসময় বেছে নেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১৯:৩৪

বিরোধী রাজনৈতিক দলগুলো অগাস্ট মাসে আবার কোনো নাশকতার ছক আটছে কিনা, সেই সংশয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলার ঘটনাগুলো যে অগাস্ট মাসেই ঘটেছিল, তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। 


অগাস্ট মাস সামনে রেখে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি নিয়ে রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গি গোষ্ঠী বলুন, স্বাধীনতাবিরোধী বলুন কিংবা যেসব দল চক্রান্ত করে তারা অগাস্ট মাসকেই সবসময় বেছে নেয়। 


“আমরা ১৫ অগাস্ট দেখেছি। বঙ্গবন্ধুর শাহাদতবরণ করার দৃশ্যটাও আপনারা দেখেছেন, সেটিও অগাস্ট মাসে ঘটেছিল। ২১ অগস্ট প্রধানমন্ত্রীকে বোমায় বোমায় উড়িয়ে দেওয়ার জন্য সেই অগাস্ট মাসেই ব্যবস্থা করেছিল। ৬৩ জেলার বোমা মেরে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা তারা করেছিল। কাজেই অগাস্ট মাস তাদের খুব প্রিয় মাস। এবং সবসময় এই অগাস্টকেই তারা বেছে নেয়।” 


জাতীয় নির্বাচন সামনে রেখে অগাস্ট মাস সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে কামাল বলেন, “আমার মনে হয়, সেই ধরনের একটা ইংগিত তারা দিচ্ছেন কিনা, তারাই জানেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us