পাঁচ বছরের মেয়ে খাদিজাকে চিকিৎসা করাতে যশোর শহরে এসেছিলেন সোনিয়া বেগম। সঙ্গে ছিল দুই বছর বয়সী যমজ সন্তান হাসান ও হোসাইন।
আরও ছিলেন সোনিয়ার মা মাহিমা বেগম (৪৭), খালা রাহিমা বেগম (৩২) ও খালাতো বোন জেবা খাতুন (৮)।
আর তাদের বহনকারী ইজিবাইক দুর্ঘটনায় পড়লে শেষ হয়ে যায় গোটা একটি পরিবার। সোনিয়া বেগম ও তার কন্যা খাদিজা ছাড়া বেঁচে নেই কেউ।
ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে গত ৭ জুলাই যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায়।
নিহতরা সবাই বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা। গতকাল (শনিবার) সকাল সাড়ে ১০টায় নিহতদের সবার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।