আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলেন তামিম ইকবাল। বেঞ্চে যারা আছেন বিশ্বকাপের আগে তাদের ‘গেম টাইম’ দিতে চান। কারণ হুট করে বড় মঞ্চে নামানো ঠিক হবে না। নাঈম শেখ নেটে ভালো করেছেন, তার সুযোগ প্রাপ্য এমন কথাও বলেছেন। সেই তামিম হুট করে সিরিজের প্রথম ম্যাচের পরদিন সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। টিম হোটেল ছেড়ে এখন তিনি ঢাকায়। তার জায়গায় দলে ডাকা হয়েছে ওপেনার রনি তালুকদারকে।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। ১১ জুলাই খেলবে সিরিজের শেষ ম্যাচ। ওই দুই ম্যাচে তামিমের জায়গায় ওপেন করবেন কে? নাঈম নাকি রনি? ওই সিদ্ধান্ত নিতে টিম ম্যানেজমেন্টের কপালে ঘাম জমছে। বেশ কিছু কারণে লিটনের ওপেনিং সঙ্গী হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাঁ-হাতি ওপেনার নাঈম শেখকে বেছে নেওয়া হতে পারে। প্রথমে ঘোষিত দলে ছিলেন তিনি।