রাজ্যের সব্জির বাজার অগ্নিমূল্য। আলু, পেঁয়াজ, টম্যাটো, আদা থেকে লঙ্কা— ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সব্জির বাজারে।
এ দিন পূর্ব বর্ধমানে ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এবং বিজেপিকে নিশানা করেন তিনি। অভিষেক বলেন, “বিজেপি যদি ভাইরাস হয় তাহলে ভ্যাকসিনের নাম মমতা।” বুধবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, আগামী ছ’মাসের মধ্যেই চালু হবে দুয়ারে রেশন প্রকল্প।