নির্বাচনে এলে বিএনপির সঙ্গে সংলাপ হবে

দেশ রূপান্তর প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১৩:২৯

তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। তবে বিএনপি যদি নির্বাচনে অংশ নেয় তাদের সঙ্গে সংলাপ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।


বুধবার (৫ জুলাই) নগরীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের লক্ষ্যে ঢাকা সফরে রয়েছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন। এ সময় সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাডলস্টন।


সৌজন্য সাক্ষাৎ শেষে সালমান এফ রহমান বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে এটা তার প্রমাণ। আমরা সংলাপে রাজি তাদের বলতে হবে নির্বাচনে আসবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us