১৩৩ দিন (প্রায় সাড়ে চার মাস) ধরে শেখ ফরিদ মৃধা নামের এক ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের সামনে বসে আছেন। প্রথমে পাটি বিছিয়ে স্ত্রী নাসরিন আক্তার এবং ৩ বছর বয়সী মেয়ে খাদিজাকে নিয়ে সকাল–সন্ধ্যা প্রেসক্লাবের সামনে বসে থাকতেন । প্রচণ্ড গরমে স্ত্রী ও সন্তান অসুস্থ হয়ে পড়লে বাড়ি চলে যান। এখন ৬০ বছর বয়সী মা ফাতেমা বেগম ছেলের সঙ্গে আছেন।
শেখ ফরিদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের রুস্তমপুর গ্রামে। প্রেসক্লাবের সামনে বড় একটি ব্যানারে তিনি দাবিগুলো লিখে রেখেছেন। ব্যানারে অবস্থানের কততম দিন হলো, সেটিও লিখে রাখেন।
ফরিদের ভাষ্য, জায়গাজমি নিয়ে বিরোধে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দিচ্ছে। জীবনের নিরাপত্তা নেই বলে তিনি বাড়ি ফিরতে পারছেন না।
শেখ ফরিদ বলেন, ২০০৪ সালে তিনি সৌদি আরবে যান। নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে ভালো টাকা বেতন পেতেন। তাঁর আরেক ভাইও সৌদি আরবে ছিলেন। কিন্তু জমিজমা নিয়ে বিরোধ শুরু হলে তিন বছর আগে দুই ভাইকেই দেশে ফিরে আসতে হয়েছে।