ইউরোপীয় কমিশন (ইসি) জানিয়েছে, তারা রাশিয়ার জব্দ করা অর্থ থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উন্নয়নে ব্যয়ের কথা চিন্তা করছে। তবে তারা জব্দ হওয়া অর্থই সরাসরি দেবে না। রাশিয়ার জব্দ হওয়া অর্থ বিনিয়োগ করে যে আয় হবে, তা থেকে প্রতিবছর ইউক্রেনকে সহযোগিতা করা হবে। আর রাশিয়ার জব্দ হওয়া মূল অর্থ ভবিষ্যতে তাদের ফেরত দেওয়া যেতে পারে বলেও জানিয়েছে ইসি। খবর সিএনএন ও রাশিয়া টুডের।
গতকাল বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে সংস্থাটির ইইউ দেশগুলোর নেতারা অংশ নেন। সেখানেই এমন প্রস্তাব আসে। এর আগে যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছিল, যুদ্ধের কারণে ইউক্রেনের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে দেশটির কমপক্ষে ৪১১ বিলিয়ন বা ৪১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। সে জন্য যুক্তরাষ্ট্র, ইইউ ও তাদের মিত্ররা রাশিয়ার কাছ থেকে কোনোভাবে এই অর্থ আদায়ের ব্যবস্থা করতে চাইছে।
ইইউর সম্মেলনে গতকাল বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেছেন, রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউরোপীয় ইউনিয়ন বছরে ৩০০ কোটি ইউরো (৩৩০ কোটি মার্কিন ডলার) রাজস্ব আয় করতে পারবে। এই অর্থ ইউক্রেনের সহায়তার জন্য দেওয়া হবে।3