ঈদের দিন ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। এর আগে মঙ্গল ও বুধবার দুইদিনে রাজধানী ছেড়েছিল অর্ধকোটি সিম ব্যবহারকারী। এনিয়ে গত তিনদিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে ঢাকায় ঢুকেছেন ২০ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী। আর শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানান, ঈদের দিন রাজধানী ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। আর ঢাকায় ঢুকেছে ৫ লাখ ৫৬ হাজার ২৮১ সিম ব্যবহারকারী। ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীণ ফোনের সিমধারী সর্বোচ্চ ১৬ লাখ ৭২ হাজার ১৮৯, রবি ২ লাখ ৩ হাজার ৬১৬, বাংলালিংক ৪ লাখ ৭৫ হাজার ৩৫৭ এবং টেলিটক ৪৭ হাজার ৩৩৮।