ওবামার বিরুদ্ধে বিজেপির ক্ষোভ বাড়ছে, বিতর্কও

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৩:০৩

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্যের বিরোধিতায় বিজেপি অপ্রত্যাশিত সহায়তা পেল সে দেশের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের (ইউএসসিআইআরএফ) সাবেক কমিশনার জনি মুরের কাছ থেকে। গতকাল সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, ওবামার উচিত ভারতের সমালোচনার চেয়ে বেশি প্রশংসা করা।


মানবসভ্যতায় ভারত সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ দেশ। এ দেশের সবকিছু ঠিকঠাক অবশ্যই নয়; যেমন যুক্তরাষ্ট্রেরও নয়। কিন্তু বৈচিত্র্যই ওই দেশের শক্তি। তাই যখনই সুযোগ পাওয়া যায়, তখনই আমাদের উচিত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের প্রশংসা করা।’
জনি মুর যুক্তরাষ্ট্রের ধর্মপ্রচারক নেতা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে তিনি সক্রিয় অংশ নিয়েছিলেন। ট্রাম্প জেতার পর মুর তাঁর আধ্যাত্মিক উপদেষ্টাও হন। ওবামার পররাষ্ট্রনীতির বরাবরের সমালোচক হিসেবে তিনি পরিচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us