সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এখন নজরে পড়ছে একটা জিনিস, পিংক হোয়াটসঅ্যাপ। কেউ কেউ ডাউনলোড করে ফেলেছেন অতিরিক্ত ফিচারের আশায়। আপনি সেই তালিকায় নেই তো?
ইনস্টল করে থাকলে এখনি ফোন থেকে আন ইনস্টল করে ফেলুন এই অ্যাপ। নাহলে হতে পারে ভয়ঙ্কর বিপদ।
জানেন কী এই পিঙ্ক হোয়াসটঅ্যাপ? পুলিশ সূত্রে খবর, এখন স্মার্ট ফোন ব্যবহারকারীদের কাছে একটি লিংক পাঠানো হচ্ছে প্রতারকদের পক্ষ থেকে। বলা হচ্ছে, লিংক থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে। তাতেই নাকি মিলবে পিংক হোয়াটসঅ্যাপ।
অনেকেই না বুঝে তা করছেন। এরপরই ব্যবহারকারীর ফোনের দখল নিচ্ছে হ্যাকাররা। ফোনের সব তথ্য যাবে হ্যাকারদের হাতে। ফলে জালিয়াতরা সেই তথ্য বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করতেই পারে।