জুলাই মাস থেকে টিসিবির কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি ৫ কেজি করে ওএমএসের চাল পাবেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন।
রোববার সচিবালয়ে চলমান বোরো সংগ্রহ ও মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন খাদ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষজন এক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এবং আরেক লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করবে কেন? একই লাইনে দাঁড়িয়ে চাল ও অন্যান্য পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করা যায় কিনা?
“পরে খাদ্য মন্ত্রণালয় নিয়মিত ওএমএসের বরাদ্দ থেকে মাসে ৫ কেজি করে চাল টিসিবির বিতরণ কার্যক্রমে হস্তান্তর করেছে।”
টিসিবি গ্রাহকরা প্রতিকেজি ৩০ টাকা দরে মাসে একবার চাল পাবেন বলে জানান খাদ্যমন্ত্রী।
ওএমএসের কার্ড
খাদ্যমন্ত্রী জানান, টিসিবি কার্ডের মত ওএমএস কার্ড চালু করা হবে।
বর্তমানে পরিচয়পত্র জমা দিয়ে সপ্তাহে এক বারের জন্য ওএমএসের পণ্য সংগ্রহ করতে পারছেন নিম্ন আয়ের মানুষ।