কুয়েতসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোতে জমে উঠেছে পশু কোরবানির দুম্বার বাজার।নিজেদের সাধ্যমত কিনতে শুরু করেছেন কোরবানির পশু। কুয়েতের স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরা ও কোরবানির পশু কিনতে প্রস্তুতি নিচ্ছেন।
কুয়েতে সরকার নির্ধারিত বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুয়েখ, ছেবদী, কাবাদসহ মরু অঞ্চলে বিভিন্ন জাকর খামারে কোরবানির পশু বেচাকেনা হয়। এখানকার কোরবানির পশু দুম্বা ও গরু বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। তবে স্থানীয়ভাবেও বিভিন্ন খামারে পশুপালন করা হয়।