ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে ৩৭ জন আহত হয়েছেন আর তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যার আগে প্যারিসের পঞ্চম প্রশাসনিক এলাকায় ঐতিহাসিক লাতিন কোয়ার্টারের কাছে রুয়ে সঁ জ্যাক সড়কের একটি ভবনে বিস্ফোরণটি ঘটে।
ভবনটিতে একটি ডিজাইন স্কুল ও ক্যাথলিক শিক্ষা পদ্ধতির সদরদপ্তর ছিল বলে জানিয়েছে বিবিসি। বিস্ফোরণে ভবনটি আংশিক ধসে পড়েছে।
এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের খোঁজে উদ্ধারকর্মীরা ভবনটির ধ্বংস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।