বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির ধাক্কা সামাল দিতে নানা ক্ষেত্রে আমরা সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিফলন দেখতে পাই। কিন্তু স্থানীয় পর্যায়ে সেই নীতি কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জেলা-উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, সেখানে কোনো কোনো প্রকল্পের আদৌ দরকার আছে কি না, তা ভাবা হচ্ছে না। আর এটিও সত্য, প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি অনেক ক্ষেত্রেই গুরুত্বহীন থাকে। বাগেরহাট শহরে দুটি পদচারী-সেতু নির্মাণের ক্ষেত্রে এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। সেখানে ছয় কোটি টাকার এ প্রকল্পকে ‘বিলাসী’ হিসেবে দেখছে মানুষ। তারা মনে করছে, এ পদচারী-সেতু দুটি তেমন কোনো কাজে আসবে না।