মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারীদের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৪১ জন নিহত হয়েছে।
মঙ্গলবার কারাগারের ভেতরে দুই প্রতিদ্বন্দ্বী অপরাধী দলের মধ্যে সংঘর্ষের পর এক পক্ষ একটি সেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটলেও গুলিতেও কিছু বন্দির মৃত্যু হয়েছে।
হন্ডুরাসের উপনিরাপত্তামন্ত্রী জুলিসা ভিয়ানুয়েভা কারাগারটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছেন।
দমকলকর্মী, পুলিশ ও সামরিক বাহিনীকে ‘অবিলম্বে হস্তক্ষেপ’ করারও অনুমতি দিয়েছেন তিনি।