প্রতারণার ফাঁদ পাতা ভুবনে

বাংলাদেশ প্রতিদিন আফরোজা পারভীন প্রকাশিত: ২১ জুন ২০২৩, ১৩:৩৭

আমেরিকায় এসেছি দুই দিন হলো। ডালাসে মেয়ের সযত্ন পরিচর্যায় আছি। দেড় বছর পর এলাম। গেলবার এসেছিলাম সাউথ ডাকোটার ছোট্ট সুন্দর শান্ত শহর ভারমিলিয়নে। পেয়েছিলাম মেয়ে পারিজাতের রুমমেট শতাব্দীসহ কয়েকজন দেশি আর একঝাঁক মুগ্ধকরা বিদেশি মানুষের সান্নিধ্য। তাদের সঙ্গে বিস্তর ঘুরে বেড়িয়েছি, আড্ডা দিয়েছি। তাদের খুব মিস করছি! এবার যাত্রা মোটেও আরামদায়ক ছিল না। ঢাকা টু দুবাইয়ের প্লেনটাকে কোনোক্রমেই বিজনেস ক্লাস বলা চলে না। দুবাই থেকে ডালাসের যাত্রা ছিল মোটামুটি সুখকর। আমার অসুস্থতার কথা বিবেচনায় রেখে ছেলেমেয়ে যাত্রা নিরাপদ ও আরামদায়ক করার সর্বাত্মক চেষ্টা করেছে আমার নিষেধ অমান্য করেই। তারপরও তারা পুরোটা পারেনি। আসলে আমরা যতই বলি, উন্নয়নের মহাসড়কে উঠে গেছি, বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি কতটা উজ্জ্বল হয়েছে সেটা এখনো প্রশ্নাতীত নয়। নইলে সবচেয়ে রদ্দি বিমানগুলো বাংলাদেশে পাঠিয়ে উচ্চমূল্য নিতে পারত না বিদেশি বিমান কোম্পানিগুলো! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us