জঙ্গিরা বসে নেই, তারা অনলাইনে ভয়াবহ রকম সক্রিয়: এটিইউ প্রধান

সমকাল প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৪:০১

এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে জঙ্গিরা হয়ত ততটা সংগঠিত নয়। তবে তারা বসে নেই। জঙ্গি সংগঠনের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ রকম সক্রিয় রয়েছে। তারা নিয়মিত অনলাইনে সংগঠনের সদস্য সংগ্রহ করছে।’


তিনি বলেন, ‘অনলাইন মনিটরিং করে বিভিন্ন সময় জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তা আরও ভয়াবহ।’


সোমবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজের মাল্টিপারপাস হলে ‘উগ্রবাদী, জঙ্গিবাদ ও সহিংসতা চরমপন্থা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।


এটিইউয়ের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীনের সঞ্চলণায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনাম আজিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটিইউয়ের ডিআইজি (অপারেশন) মনিরুজ্জামান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us