দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। সাধারণত প্রতিবছর এপ্রিল থেকে জুনের যেকোনো সময় ডিম ছাড়ে মাছেরা। এ বছর কয়েক দফায় নমুনা ডিম ছাড়লেও রোববার (১৮ জুন) মধ্যরাতে বহুল প্রতীক্ষিত ডিম ছাড়ে মা মাছ।
মৎস্য বিভাগের তথ্যমতে, প্রাকৃতিকভাবে হালদা নদীতে ডিম ছাড়ার জন্য পূর্ণিমা বা অমাবস্যার তিথিকে বেছে নেয় কার্পজাতীয় মাছেরা। পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পানি প্রবাহেরও প্রয়োজন হয়। এ বছরের এপ্রিল মাস শুরু হওয়ার পর এরই মধ্যে পাঁচটি ‘জো’ চলে যায়। পর্যাপ্ত বৃষ্টি না হওয়াসহ নদীতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়ায় ডিম ছাড়েনি মা মাছ। সবশেষ রোববার দিবাগত রাতে মা মাছ পুরোপুরি ডিম ছাড়ে।