পসার বাড়াতে সোশাল মিডিয়ায় প্রচারে চিকিৎসকরা, কতটা নীতিসিদ্ধ?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০৮:৪৫

মাহবুবা রহমান আঁখির মৃত্যু সামনে এনেছে রোগী বাগাতে সোশাল মিডিয়ায় চিকিৎসকদের তৎপরতা।


কুমিল্লার তিতাস উপজেলার এই তরুণী এমন প্রচারে আকৃষ্ট হয়ে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে এসেছিলেন ডা. সংযুক্তা সাহার কাছে, অস্ত্রোপচার ছাড়া প্রসব করাতে। কিন্তু এই চিকিৎসকের অনুপস্থিতিতে ওই হাসপাতালে প্রসব করাতে গিয়ে নবজাতকটিরও মৃত্যু হয়েছে, শেষে রোববার আঁখিও মারা গেছেন।


ফেইসবুকে ডা. সংযুক্তা সাহার অনুসারীর সংখ্য ৫ লাখ ৩৪ হাজারের বেশি। তিনি নিয়মিত স্বাভাবিক গর্ভধারণ নিয়ে ভিডিও আপলোড করেন, অনেক সময় লাইভেও আসেন।


সবশেষ গত ৭ জুন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে দেখাচ্ছেন, যাদের অস্ত্রোপচার ছাড়াই সন্তান হয়েছে।


আঁখির ঘটনার পর গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক অধ্যাপক সংযুক্তা সাহা ওই হাসপাতালে আপাতত কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলে নির্দেশনা এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।


চিকিৎসকদের পসার বাড়ানোর লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ‘প্রচার চালানোর’ ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us