মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে ভিড়ল ৬৪৭৭০ টন কয়লাবাহী জাহাজ

আরটিভি প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৪:৫২

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি জিসিএল পারাডিপ’ নামের জাহাজটি ভিড়েছে।


বুধবার (১৪ জুন) মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টা ৪০ মিনিটে জাহাজটি ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে এসে তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা জেটিতে ভিড়েছে। এটি দেশের কোনো বন্দরে ভেড়া এ যাবতকালের সবচেয়ে বড় জাহাজগুলোর একটি।


ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী জানান, বুধবার সকালে ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে জাহাজটি তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। এটা কয়লা নিয়ে ভেড়া চতুর্থ বড় জাহাজ। তবে এর চেয়ে বড় কোনো জাহাজ এখনও ভেড়েনি। শুরুতে ২৫ এপ্রিল বড় একটি জাহাজ আসে। এর পরের মাসে আরও চারটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us