যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। যার ফলে যে ভিসা রেস্ট্রিকশনে তাদেরকেই ঢুকিয়ে দিয়েছে। তাতে তাদের লাভ হলো কী! কিছুই নয়। এখন তারা পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
পরশ বলেন, সম্প্রতি বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের নেতা-কর্মীদের সাংগঠনিক নিষেধাজ্ঞা দিয়েছে। মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদেরকে বিরত রাখার জন্য ও নিরুৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা দিয়েও লাভ হচ্ছে না। একাধারে চিঠি দিচ্ছে, আজীবন বহিষ্কার করছে। এতে বোঝা যায় তাদের মধ্যে বিভক্তি রয়েছে। কারণ অধিকাংশ বিএনপি নেতাই নির্বাচনমুখী। বিএনপিরই একটা বিরাট অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।