যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন উরুগুয়ে

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১০:৩৩

টুর্নামেন্ট শুরুর আগে উরুগুয়ে বা ইতালি কেউই ফেভারিট ছিল না। কিন্তু দিনশেষে ফাইনাল খেলল তারাই।


যেখানে ইতালিকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। যুবাদের এ আসরে এটাই তাদের প্রথম শিরোপা।


ইতালি যদিও প্রথমবার ফাইনালে উঠেছে। তবে উরুগুয়ের ফাইনাল হারের অভিজ্ঞতা ছিল দুইবার। তাই অদৃশ্য একটা শঙ্কা নিয়ে মাঠে নামে তারা। অন্যদিকে সবশেষ চার আসরে শিরোপা গিয়ে ইউরোপের দেশগুলোতে। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে সবশেষ ২০১১ সালে শিরোপা জিতেছিল ব্রাজিল। এক যুগ পর সেই আক্ষেপ ঘুচালো উরুগুয়ের যুবারা।


আর্জেন্টিনার লা প্লাতায় দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই ইতালিকে চেপে ধরে উরুগুয়ে। পুরো আসরের মতো ফাইনালেও তাদের রক্ষণ ছিল জমাটবাঁধা। সেই গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে তিন গোল হজম করেছিল, এরপর আর কোনো গোলই খায়নি তারা। কিন্তু ফাইনালে গোল পেতে গলদঘর্ম ছুটে যায় তাদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us