আসছে নতুন মুদ্রানীতি: মূল্যস্ফীতি রোধে কমছে টাকার জোগান

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ জুন ২০২৩, ০৯:২৩

দেশে মূল্যস্ফীতির হার এক যুগের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এতে সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকারও প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছে। সেই ধারাবাহিকতায় আগাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকও। পণ্যমূল্য নিয়ন্ত্রণে টাকার সরবরাহ ৫ শতাংশ কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।


চলতি অর্থবছরের দ্বিতীয় অর্ধেকের (জানুয়ারি-জুলাই) যা ছিল ১৬ শতাংশ। পাশাপাশি ব্যাংকের সুদহারের ওপর কড়া নজরদারি রাখতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সূত্র জানায়, এবারের মুদ্রানীতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। সুদহারের সীমা তুলে ইন্টারেস্ট রেট করিডরে বেঞ্চমার্ক পদ্ধতি অবলম্বন করা হবে।


বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হলেও বেসরকারি ঋণের ওপর কড়া নজরদারি রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আর্থিক নীতির সঙ্গে সাদৃশ্য রেখে মূল্যস্ফীতি ৬ শতাংশ ধরা হয়েছে। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন অনুযায়ী গত মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

দেশে বিবাহবিচ্ছেদ বেড়েছে, বড় কারণ পরকীয়া: বিবিএসের জরিপ

আজকের পত্রিকা | বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)
২ মাস, ৩ সপ্তাহ আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us