এশিয়া টাইমসের বিশ্লেষণ: পাল্টে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ জুন ২০২৩, ২১:৪০

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শিল্পোন্নত দেশের জোট জি৭ এবং চীনের নেতৃত্বাধীন ব্রিক্‌স দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মধ্যে ২০২০ সালেও সমতা ছিল। তারপর থেকে ব্রিক্‌স অর্থনীতি জি৭-এর তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বের মোট উৎপাদনের এক-তৃতীয়াংশই আসে ব্রিক্‌স দেশগুলো থেকে, যেখানে জি৭ থেকে আসে ৩০ শতাংশের কম।


জিডিপির এই পার্থক্যের পেছনে সুস্পষ্ট কারণ যা-ই থাকুক না কেন, সামগ্রিকভাবে এর পেছনে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয় জড়িত। সম্প্রতি জাপানের হিরোশিমায় জি৭ দেশগুলোর সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে আসায় বিশ্ব মনোযোগ সেদিকেই ছিল। তাই বিশ্ব অর্থনীতিতে কী বাড়ছে আর কী কমছে—এই গুরুত্বপূর্ণ ইস্যু ততটা আলোচনায় আসেনি।


ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে, যা ব্রিক্‌স জোটের শক্তিকে আরও প্রমাণ দেয়। একসময়ের আধিপত্যবাদী জি৭-এর দাবি ও চাপকে মোকাবিলা করতে উল্টো সেই দেশগুলোকে বরং ব্রিক্‌স জোট এখন বিকল্প প্রস্তাব দিতে পারে এবং চাপে রাখতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us