ডেঙ্গুর বাহক এডিস মশা দমনে নতুন আশা

প্রথম আলো মো. গোলাম ছরোয়ার প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ২১:৩৪

বিটিআই (বেসিলাস থুরিঞ্জিয়েনসিস ইসরাইলেনসিস) হলো মাটিতে জন্মানো একধরনের এন্টোমোপ্যাথজেনিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এডিস মশার লার্ভার খাবার হিসেবে ব্যবহৃত হতে পারে। যেখানে জমানো পানি আছে, সেখানেই এই ব্যাকটেরিয়ার পাউডার, ট্যাবলেট বা গ্রানিউল দ্রবীভূত করে দিলেই এডিস মশার লার্ভা সহজেই মারা যাবে।


ডেঙ্গু, চিকনগুনিয়া, ইয়েলো ফিভার ইত্যাদি রোগের বাহক হিসেবে কাজ করে এডিস মশা। এ মশার যে দুটি প্রজাতি আমাদের দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ভাইরাস বহন করে, সেগুলো হলো এডিস এজিপটি ও এডিস এলবোপিকটাস। ২০০০ সাল থেকে ডেঙ্গু রোগ আমাদের দেশে দেখা দেওয়ার পর আমরা কমবেশি এডিস মশার এ দুটি প্রজাতির সঙ্গে পরিচিত। কিন্তু দিন যত গড়াচ্ছে, এ প্রজাতির আক্রমণের ভয়াবহতা ততই বৃদ্ধি পাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us