বাইকপ্রেমীদের কাছে বাইক নিজের সন্তানের মতোই। তাই তো সারাক্ষণ যত্নআত্তিতেই রাখেন শখের মোটরবাইকটিকে। শুধু বাইকটিকে যত্ন করলেই হবে না, সঙ্গে হেলমেটেরও যত্ন করতে হবে।
নিয়মিত পরিষ্কার রাখতে হবে হেলমেটটিকে। এতে দীর্ঘদিন পরও আপনার হেলমেট থাকবে একেবারে নতুনের মতো চকচকে। গরমে হেলমেটের একটু বেশি যত্ন নেওয়া প্রয়োজন। কারণ দীর্ঘসময় গরমের মধ্যে হেলমেট পরে থাকলে হেলমেটের ভেতরে মাথা ঘেমে দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে মাথার ত্বকেও নানান সমস্যা দেখা দিতে পারে।