অস্থির গরমে তামিম-মুশফিকদের সুস্থির ক্রিকেটের লড়াই

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০৯:৩৪

দেখে ভুল বোঝাটাই ছিল স্বাভাবিক। যেন কোনো অ্যাথলেটই দৌড়াচ্ছেন। খালি গায়ে বুক চিতিয়ে দৌড়, শরীরী ভাষায় ১০০ মিটার স্প্রিন্টের ভাব। আসলে অত গতিতে নয়, তবে বেশ জোরেই দৌড়াচ্ছিলেন ক্রিকেটার নাজমুল হাসান।


একটু পর চোখ পড়ল মোস্তাফিজুর রহমানের ওপর। দৌড়াতে দৌড়াতে হঠাৎ গতি বাড়িয়ে দিলেন। যেন ‘ফিনিশ লাইন’টা তখনই চোখে পড়ল। আর একটু দৌড়ালেই সোনার পদক!


দুটো দৃশ্যই কাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের। এর আগে দুপুরে যখন অনুশীলন শুরু হলো, তখনো দৌড়ের ওপরই ছিলেন ক্রিকেটাররা। তামিম ইকবাল, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন...সঙ্গে আরও অনেকে। দৌড় এক ড্রেসিংরুমের সামনে থেকে শুরু হয়ে শেষ হচ্ছে আরেক ড্রেসিংরুমের সামনে গিয়ে। একটু থেমে সেখান থেকে আবার এদিকে দৌড়। পরে জানা গেছে, ওই সময় তাঁরা দৌড়াচ্ছিলেন একেকজন ২০০০ মিটার করে। আর বিকেলের পর্বে দৌড় ছিল ১৫০০ মিটার এবং দুবারই বিরতিহীন দৌড়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us