বিশ্বজুড়ে জনপ্রিয় লেইস ব্র্যান্ডের পটেটো চিপস এখন থেকে বাংলাদেশেই উৎপাদিত হবে। এই চিপস উৎপাদনের জন্য বগুড়ায় একটি কারখানা করা হয়েছে।
পেপসিকো ইন্ডিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আহমেদ এলশেখ এবং ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান আজ মঙ্গলবার দুপুরে কারখানাটির উদ্বোধন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পানীয় ও খাদ্যপণ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকোর একটি ব্র্যান্ড লেইস। বাংলাদেশে পেপসিকোর অংশীদার ট্রান্সকম গ্রুপ। এ দেশে লেইস উৎপাদনের কারখানাটি করা হয়েছে ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টসের সহযোগিতায়।
পেপসিকোর ‘লেইস মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় এ দেশে কারখানাটি করা হয়।