শেয়ারবাজারের জন্য মন্দের ভালো বাজেট

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ০৯:৩৮

এবারের বাজেটে শেয়ারবাজার নিয়ে কিছুই ছিল না। এমনকি শেয়ারবাজার নিয়ে তেমন কোনো কথাও বলেননি অর্থমন্ত্রী। বিনিয়োগকারী বা বাজারসংশ্লিষ্টদের অনেকের মধ্যে হয়তো বাজেট সামনে রেখে কিছু প্রত্যাশা ছিল।


এমনকি বাজারের বিভিন্ন পক্ষ থেকে কিছু দাবিদাওয়াও বাজেটের আগে তুলে ধরা হয়েছিল। কিন্তু ঘোষিত বাজেটে তার কোনো প্রতিফলনই নেই। তারপরও আমি মনে করি, এবারের বাজেট শেয়ারবাজারের জন্য মন্দের ভালো।


মন্দের ভালো বলছি এ কারণে, বাজেট ঘোষণার আগে একটি খবর ছড়িয়ে পড়েছিল বাজারে। সেটি হচ্ছে বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগজনিত যে কর রেয়াত সুবিধা রয়েছে, সেটি তুলে নেওয়া হবে।


কিন্তু বাজেট ঘোষণার পর আমরা দেখলাম অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে সে রকম কোনো ঘোষণা দেননি। তাই আমার কাছে মনে হয়েছে, নতুন কোনো সুবিধা যেমন দেননি, তেমনি বিদ্যমান কোনো সুবিধাও যে তুলে নেননি, সেটাও বড় প্রাপ্তি। আমার মনে হয়, এটিও বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কিছুটা হলেও সহায়তা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

৩০ কোটি টাকায় জলাবদ্ধতা দূর করতে চায় চসিক!

সমকাল | চট্টগ্রাম মেট্রোপলিটন
১০ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us