প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বস্ত্র, রপ্তানি ও এসএমই খাতের জন্য তেমন কিছু নেই বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। তাই মেন মেইড ফাইবার থেকে ভ্যাটসহ সব ধরনের কর প্রত্যাহার, রপ্তানিতে উৎসে কর শুন্য দশমিক পাঁচ (০.৫০) শতাংশ নির্ধারণ এবং আমদানি করা কাঁচামালে তিন শতাংশ আগাম কর রহিত করার অনুরোধ করেন তিনি।
শনিবার রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় সংগঠনটির সিনিয়ার সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবু, সহ-সভাপতি হাবিব উল্লাহ ডন, আমিন হেলালী ও ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।