বৈশ্বিক কম্পিউটার বাজারের প্রায় ৭০ শতাংশ চিপ জায়ান্ট ইন্টেলের দখলে। তবে বর্তমানে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) সঙ্গে এর প্রতিযোগিতা বাড়ছে। সম্প্রতি সিউলে সেমিকন্ডাক্টর ডাটা সেন্টার ডেভেলপমেন্ট ল্যাব স্থাপনের কথা জানিয়েছে কোম্পানিটি। মূলত সেখানকার চিপ উৎপাদনকারীদের সঙ্গে কাজ করার জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
শিল্প খাতসংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, তাইওয়ানে গত সপ্তাহে আয়োজিক ইন্টেল ভিশন ২০২৩ এ ছয়টি দেশে গবেষণা কেন্দ্র স্থাপনের কথা জানিয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, তাইওয়ান, চীন, ভারত ও মেক্সিকো। সিউলে যে কারখানা স্থাপন করা হবে সেটির নাম হবে অ্যাডভান্সড ডাটা সেন্টার ডেভেলপমেন্ট ল্যাব। সংশ্লিষ্টদের ধারণা চলতি বছরের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে।